ঢাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারামন বিবির অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনীকে প্রতিরোধ করতে তারামন বিবি অস্ত্র হাতে নিয়ে যে সাহসী ভূমিকা পালন করেছিলেন, তার সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
প্রধানমন্ত্রী তার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং তারামন বিবির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নিজ বাসভবনে ভোররাতে তারামন বিবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (বাসস) :
জাতীয়
বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
By skytvbdডিসে ০১, ২০১৮, ০৭:০৪ পূর্বাহ্ণ০
Previous Postবীরপ্রতীক তারামন বিবির ইন্তেকালে রাষ্ট্রপতি .স্পিকারের শোক
Next Postনির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে ব্যবস্থা নেবে ইসি